
bikkhoto - karnival lyrics
Loading...
[verse 1]
আমার ছিল অসীম স্বপ্ন
যে স্বপ্নে ছিল দু’টি হাত
আর ছিল তার হাসি
হারিয়ে সব আমি
সূর্যের নিচে ডুবে আছি শূন্যতায়
হয়তো তুমি দেখছো আমাকে
করুণা করছো অশ্রু ভাসিয়ে
এখন আমি গুলিবিদ্ধ
[chorus]
ছুঁয়ো না আমায়
ধরো না আমায়
আমি এক অসৎ ব্যক্তি
(আমি এক) এক পাপী
[verse 2]
অলস সময় বসে থেকে
দেখছি আমাদের স্মৃতি
তুমিও কি ভাবছো সে সময়
যেদিন ছিল আকাশে রংধনু?
বিষন্ন, ক্লান্ত
তবুও দেখছি মোরা একই তারা
পাশাপাশি পথে মোরা পথহারা
[chorus]
ছুঁয়ো না আমায়
ধরো না আমায়
আমি এক অসৎ ব্যক্তি
(আমি এক) এক পাপী
[instrumental break]
[chorus]
ছুঁয়ো না আমায়
ধরো না আমায়
আমি এক অসৎ ব্যক্তি
(আমি এক) এক পাপী
Random Song Lyrics :
- snow angel - shotty horroh lyrics
- goin in style - the kickbacks lyrics
- everybody's cool but me - johan lenox lyrics
- live it up - living in a box lyrics
- местная среда обитания (local habitat) - zack fair lyrics
- confess - 48 degrees north lyrics
- broken bones - tors lyrics
- ancora - mia martini lyrics
- ho tenim tot - doctor prats lyrics
- fight! - syw kazz lyrics