
durey - karnival lyrics
Loading...
[intro]
আজও আমি পথে
ক্লান্ত এ পথে হেঁটে চলি আমি একা
আলোর এ উৎসবে
[chorus]
তুমি আজও দূরে
দূরে বহু দূরে
নির্জন একা নিস্তব্ধ এ
আঁধারে দাঁড়িয়ে দেখছো
স্মৃতির আলো*ছায়া
[post*chorus]
তুমি ধূসর এ আঁধারে এ আঁধারে
কান্নাসিক্ত স্মৃতির বুকে
শব্দহীন এ সৈকতে
হেঁটে চলি আমি একা
অবচেতন মনে
[chorus]
তুমি আজও দূরে
দূরে বহু দূরে
নির্জন একা নিস্তব্ধ এ
আঁধারে দাঁড়িয়ে দেখছো
স্মৃতির আলো*ছায়া
[post*chorus]
তুমি ধূসর এ আঁধারে
এ আঁধারে
[guitar solo]
[chorus]
তুমি আজও দূরে
আজও দূরে
তুমি আজও দূরে
আজও দূরে
আজও দূরে
দূরে
Random Song Lyrics :
- strawberry blonde #24 - naked gypsy queens lyrics
- certified euroballer - plastic lyrics
- voices - kew+p lyrics
- bueda fixe - ninoo_ox lyrics
- close to me - rsieh raxan lyrics
- neva running - st47ic lyrics
- 76 inches - 6 foot 4 lyrics
- gündüşü - mirac lyrics
- fe khayale - في خيالي - samira said - سميرة سعيد lyrics
- life spark of flostein - ynkeumalice lyrics