
chahida - kawsar dxo lyrics
ছিলাম শীতের কুয়াশায় দেখা দিলে তুমি রোদ হয়ে।
মগ্ন গীতের সাধোনায় ফিরলে পুরানো সুর হয়ে
কাপে হাত বাড়াই ভয়ে ভয়ে
পোড়ে ধীরে ধীরে করে নেই সঝ্য
তিলে তিলে পরীক্ষা নেয় ধৈর্য
তোমার ছলনায় আমি আশ্চর্য
এই প্রেম যেন মরিচিকা, মুসাফির আমি।
চলনা বলেই ছলনা ভুল ধারণা ছিল আমারি
প্রশ্ন আমার হাজারি, উত্তরে ফোটেনা শব্দ
নিস্তব্ধ, নগরী নিদ্রায় নিশীতে অপেক্ষায়
ভোরেরি জানি ঘুমাবেনা সে, বেখেয়ালি
ভীষন, সে যে অভিমানী
ভালোবাসী তবে সহ্য হয় না বেইমানি।
ভাংবেই যদি তবে জোড়া কেন লাগালে?
ছাড়বেই যদি তবে হাত কেন বাড়ালে?
প্রিয় তোমার মিথ্যা থাকেনা চোখের আড়ালে!
দেখা হবেনা জানি সাড়ি টিপ কাজলে
জানি হাসবেনা মুখ লুকিয়ে আচলে
বলো জাগাবেই যদি তবে কেন জ্বালালে
এই আমায় ক্যান জাগালে!?
৮ বছরের সম্পর্কে ১ বছর তুমি
কাটাইছো তো অন্যের শরীরে
করে সিনাজুরি
অনেক বাড়াবাড়ি
কত কিছু বলাবলি
মনে পড়ে মাফ করেছিলাম
আমি কত বার ই?
হাজার স্বপ্ন ভেংগেছিলে ১ টানে
সারাজীবণ পাশে থাকবে
এসব বলে বলে।
শরীরটা এখনো কাপেতো
এসব ভেবে ভেবে।
এখন
ভালো আছি,তোমায় দূরে রেখে।
প্রশ্ন একটাই
কি ছিলো,সেই চাহিদাতে।
যেখানে ভোগটাই
তোমার প্রাধান্যতে।
যেই চাহিদায় ভুলে গেছিলা
এই সম্পর্ককে।
দোয়া করি ভালো থেকো
তোমার জীবণে।
মর্ম বুঝবে এসে
শেষ বয়সে।
যখন চাইলেও পারবে না
চিল্লাতে।
গলায় থাকবে হাত
দাগ শরীরে।
বাহ্যিক রুপ যাবে
আড়ালে।
Random Song Lyrics :
- honest in me face - sor (nl) lyrics
- bad dream - kid arjuna lyrics
- kolo - kinsolo lyrics
- drogado - m. ruina lyrics
- love me / don't stop - ray curenton lyrics
- bomboş - kamufle lyrics
- el pensamiento en movimiento - la topadora feat. aarón da boozer & bourbon kings lyrics
- т (t) - диго (real_dego) lyrics
- fenice - ginny vee lyrics
- monsters - lauren tate lyrics