lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

bosonto batashe - kaya lyrics

Loading...

বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে।।
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে
সইগো বসন্ত বাতাসে।।

বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে।।
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে
সইগো বসন্ত বাতাসে।।

বন্ধুর বাড়ির ফুল বাগানে, নানান বনের ফুল।
হাইরে,
বন্ধুর বাড়ির ফুল বাগানে, নানান বনের ফুল।

ফুলের গন্ধে মন আনন্দে।।
ভ্রমরা আকুল, সই গো,
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে।

বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে।।
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে
সইগো বসন্ত বাতাসে।।

বন্ধুর বাড়ির ফুলের টঙ্গে, বাড়ির পূর্ব ধারে।
হাইরে,
বন্ধুর বাড়ির ফুলের টঙ্গে, বাড়ির পূর্ব ধারে।

সেথায় বসে বাজায় বাঁশি।।
প্রাণ নিলো তার সুরে, সইগো
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে।।

বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে।।
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে
সইগো বসন্ত বাতাসে।।

মন নিলো তাঁর বাঁশির গান, রুপে নিলো আঁখি।।
তাইতো পাগল আব্দুল করিম।।
আশায় চেয়ে থাকি, সই গো
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে।।

বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে।।
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে
সইগো বসন্ত বাতাসে।।

বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে।।।

Random Song Lyrics :

Popular

Loading...