
mayar agun - kazi shuvo feat. nodi lyrics
আমি তোমারই ভেতরে গেছি হারিয়ে
আজ দিয়েছো আমাকে তুমি ভাসিয়ে
আমি তোমারই ভেতরে গেছি হারিয়ে
আজ দিয়েছো আমাকে তুমি ভাসিয়ে
চোখেরই গভীরে অনেক আদরে মায়ারই আগুন দিয়েছ জ্বালিয়ে
আমি তোমারই ভেতরে গেছি হারিয়ে
আজ দিয়েছো আমাকে তুমি ভাসিয়ে
বুকেরই পাঁজরে রেখেছি যতনে নিশিদিন মগ্ন তোমারই স্বপণে
ডুবে যাব আধাঁরে না পেলে তোমারে যদি যাও কখনও তুমি হারিয়ে
চোখেরই গভীরে অনেক আদরে মায়ারই আগুন দিয়েছ জ্বালিয়ে
আমি তোমারই ভেতরে গেছি হারিয়ে
আজ দিয়েছো আমাকে তুমি ভাসিয়ে
আমি তোমারই ভেতরে গেছি হারিয়ে
আজ দিয়েছো আমাকে তুমি ভাসিয়ে
তোমাকেই বুঝেছি সবটা জেনেছি বুকেরই অন্তরে তোমাকে রেখেছি
নিঃস্ব হয়ে যাব অতলে হারাব মনেরই সীমান্ত গেলে ছাড়িয়ে
চোখেরই গভীরে অনেক আদরে মায়ারই আগুন দিয়েছ জ্বালিয়ে
আমি তোমারই ভেতরে গেছি হারিয়ে
আজ দিয়েছো আমাকে তুমি ভাসিয়ে
আমি তোমারই ভেতরে গেছি হারিয়ে
আজ দিয়েছো আমাকে তুমি ভাসিয়ে
Random Song Lyrics :
- cotton candy gumdrops - 5enpai lyrics
- divine virus (angel cannon remix) - essenger lyrics
- dix sur dix - unknownmgmnt lyrics
- edge of tonight - yohann warren lyrics
- push that rock up the hill - ghost hounds lyrics
- wanton slaughter - wanton slaughter lyrics
- he loves me, he loves me not - poppy tears lyrics
- for you - cavalcade (uk) lyrics
- gargamel vs robbie rotten dcorerapbattles - dcorerapbattles lyrics
- war cry v2 - sugarhill keem lyrics