
kono karonei - khalid lyrics
Loading...
কোন কারনে কোন কারনেই
ফেরানো গেলোনা তাকে
ফেরানো গেলোনা কিছুতেই
সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেল নিমিষেই
কি কারন যায় নি সে বলে
কি ভুল আমি করেছি ভুলে
অজস্রবার আমি ক্ষমা চেয়েছি নিজে জ্বলে
সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেল নিমিষেই
নিঃসীম আঁধারে পথ চলা
নিজের সাথেই কথা বলা
বিষন্নতা বন্ধু যখন চেতনাতে
সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেল নিমিষেই
Random Song Lyrics :
- the w0rd is alive (jer0mix) - mortal lyrics
- acid rain - lady starbeast lyrics
- alive inside - cynergy 67 lyrics
- justin schmidt ft. bino - monduba crew lyrics
- all you need is love - dave koz lyrics
- missing passion - spiritfall lyrics
- corporal celebration - intestine baalism lyrics
- make it mine - bombargo lyrics
- visiteur - richard berry lyrics
- the arcane model - the delgados lyrics