
এ কি হোলো ( e ki holo) - kishore kumar lyrics
Loading...
এ কি হোলো, কেন হোলো
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. এ কি হলো..
কেউ বোঝে কি না বোঝে হায়
আমি শুধুই বুঝি
এই আঁধারে ভুল করে হায়
আলো মিছে খুঁজি
মেঘ মরুতে যায় কি দেখা
দিন যায় একা একা, একা।
এ কি হলো, কেন হোলো
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. এ কি হোলো..
কেউ ভাবে কি না ভাবে হায়
আমি শুধু ভাবি
যে প্রেম দিতে জানে তার
নেই কোন দাবি..হায়
মনে পড়ে কেন তারে
মনে পড়ে বারে বারে, তারে।
এ কি হোলো, কেন হোলো
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. এ কি হোলো..
Random Song Lyrics :
- y.o.l.o.dtt - hendrik lyrics
- one one - rafal lyrics
- ocean way sunday - other star people lyrics
- pamet u glavu, mala moja - južni vetar lyrics
- gerilim hattı (remix) - sir-dav & sansar salvo lyrics
- холодно (coldly) - sabu lyrics
- dance! dance!! dance!!! - shyburial lyrics
- zlatni koker - edo maajka lyrics
- intro - big boogie & dj drama lyrics
- on the inside - asha jefferies lyrics