
shing nei tobu naam tar singha (from "lukochuri") - kishore kumar lyrics
Loading...
সিং নেই তবু নামতার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব
সিং নেই তবু নামতার সিংহ
…
সিং নেই তবু নামতার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব
গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচাকা হাম্বা হাম্বা ঠিকঠিক ঠিকঠিক
দায় ভাই নাকে এক টিপ নস্যি
খায় তারপর একমগ লস্যি
লাগে ঝুড়ি ঝুড়ি সুড়সুড়ি হ্যাঁচ্চো হ্যাঁচ্চো ছিকছিক ছিক ছিক
সিং নেই তবু নামতার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব
গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচাকা হাম্বা হাম্বা ঠিকঠিক ঠিকঠিক
…
দুই পায় পরে নাগরা
যায় নয় হেঁটে আগ্রা
জামতলা আমতলা নিমতলা পথে পাবে
নয় নয় এ তো
Random Song Lyrics :