
shing nei tobu naam tar singha - kishore kumar lyrics
শিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব
শিং নেই তবু নাম তার সিংহ
শিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব
গায়ে লাগে ছেঁকা, ভ্যাবাচ্যাকা
হাম্বা*হাম্বা, টিক*টিক টিক*টিক
দাও ভাই নাকে এক টিপ নস্যি
খাও তার পরে এক মগ লস্যি
লাগে জুড়ি জুড়ি সুড়সুড়ি
হ্যাঁচ্চো হ্যাঁচ্চো, ছিক*ছিক ছিক*ছিক
শিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব
গায়ে লাগে ছেঁকা, ভ্যাবাচ্যাকা
হাম্বা*হাম্বা, টিক*টিক টিক*টিক
দুই পায়ে পরে নাগরা
যাও নয় হেঁটে আগ্রা
জামতলা, আমতলা, নিমতলা পথে পাবে
নয় নয় এতো ঠাট্টা
খাও পেট ভরে গাট্টা
কাঁচকলা, কানমলা, খাও তুমি কত খাবে
কাঁচকলা, কানমলা, খাও তুমি কত খাবে
টক*টক*টক*টক্করে টক্কা
আর কতদূরে বোগদাদ মক্কা
গায়ে লাগে ছেঁকা, ভ্যাবাচ্যাকা
হাম্বা*হাম্বা, টিক*টিক টিক*টিক
শিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব
গায়ে লাগে ছেঁকা, ভ্যাবাচ্যাকা
হাম্বা*হাম্বা, টিক*টিক টিক*টিক
গোলগাল বিশু নন্দী
দিনরাত আঁটে ফন্দি
ঝুরিঝুরি ভুরিভুরি বড় বড় কথা বলে
তাগড়াই বেঁটে বড়দা
খায় পান, সাথে জর্দা
গুলবাজি, ডিগবাজি, রগবাজি শুধু চলে
গুলবাজি, ডিগবাজি, রগবাজি শুধু চলে
এ বাড়ির খেঁদি চায় ভুরু কুঁচকে
ও বাড়ির খেঁদা হাসে মুখ মুচকে
গায়ে লাগে ছেঁকা, ভ্যাবাচ্যাকা
হাম্বা*হাম্বা, টিক*টিক টিক*টিক
শিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব
গায়ে লাগে ছেঁকা, ভ্যাবাচ্যাকা
হাম্বা*হাম্বা, টিক*টিক টিক*টিক
হাম্বা*হাম্বা, টিক*টিক টিক*টিক
হাম্বা*হাম্বা, টিক*টিক টিক*টিক
Random Song Lyrics :
- anymore - nøll lyrics
- desensitized - miles chancellor lyrics
- enemies of fun - hansen & friends lyrics
- when sun kissed sea - elliot stage, jake engel, vanessa tokugawa lyrics
- fest der liebe - herzschlag lyrics
- puzzles - michael alfredo lyrics
- ill-planned and feeling ill - michael jordan touchdown pass lyrics
- soñar no cuesta nada - carreyó lyrics
- suicide (decoder & substance basement mix) - kosheen lyrics
- ela é green - fbc lyrics