
bus e tram e - koimaach lyrics
বাসে ট্রামে কোনো ছবি নেই তোমার
টিভিতেও তুমি আসো না, না, না
তবু মন ভেঙেচুরে যাচ্ছে রোজ
আমি অপঘাতে দিওয়ানা*না*না
মেঘ হলে লোকে মেঘলা বলে দিন
আমি ভাবি তুমি পড়তে এলে না
নিজেকে লাগছে justin bieber
আর তুমি হয়তো selena
ভেঙেচুরে গেছি আমি
তোতে জুড়ে গেছি আমি
যত ভাবি না, না, না, না
প্রেমে পড়ে গেছি আমি
ভেঙেচুরে গেছি আমি
তোতে জুড়ে গেছি আমি
যত ভাবি না, না, না, না
প্রেমে পড়ে গেছি আমি
মনে*টনে তোকে পড়লে কখনো
জল নেমে*টেমে ঝাপসা হচ্ছে চোখ
কষ্ট লোকে মন খোয়ালেই পায়
তোর*আমার কোনো অন্য গল্প হোক
মেঘ হলে লোকে মেঘলা বলে দিন
আমি ভাবি ঘুম ভাঙলো কিনা তোর
যতখানি তোকে আগলে রাখা দায়
ততখানি আমি বদলে গেছি রোজ
অকারণে হলে ঝগড়া
আমি কি যে বলি তোকে
ফাঁকা হলে চেনা রাস্তা
নে জড়িয়ে আমাকে
আমাদের এই গল্প*টল্প সব
একদিন শুধু সত্যি হয়ে যাক
আমি তোর হয়ে বেঁচে থাকি
আর তুই আমার সবকিছু জুড়ে থাক
মেঘ হলে লোকে মেঘলা বলে দিন
আমি ভাবি ঘুম ভাঙলো কিনা তোর
যতখানি তোকে আগলে রাখা দায়
ততখানি আমি বদলে গেছি রোজ
বাসে ট্রামে কোনো ছবি নেই তোমার
টিভিতেও তুমি আসো না, না, না
তবু মন ভেঙেচুরে যাচ্ছে রোজ
আমি অপঘাতে দিওয়ানা*না*না
মেঘ হলে লোকে মেঘলা বলে দিন
আমি ভাবি তুমি পড়তে এলে না
নিজেকে লাগছে justin bieber
আর তুমি হয়তো selena
Random Song Lyrics :
- gaze - aymos lyrics
- hello kitty - j6 lyrics
- everybody cries - cleez & r.i.o. lyrics
- 娱乐家 - 常乐 lyrics
- loveueyes - smaffe lyrics
- french riviera - emma lyrics
- juanito oiarzabal - aizkora rekords lyrics
- bliss (outro) - 4monkeyz lyrics
- be here - revetg lyrics
- so i don't forget - mikah (mika hashizume) lyrics