
sagorer teer theke - konok chapa lyrics
Loading...
সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে
তোমার কপালে ছোঁয়াবো গো
ভাবি মনে মনে
আকাশের নীল থেকে তাঁরার কান্তি এনে
তোমার নয়নে ছড়াবো গো
ভাবি মনে মনে।।
সবই যে মধুর লাগে অনুরাগে হিয়া জাগে
গোপন স্বপনগুলো জীবনের দিশা পেল
আমারও পরান বীনা সুরে সুরে ভরে যায়।।
এ মনে লুকানো লাজ তারা হয়ে জ্বলে আজ
কাজল কালো আখী পাখি হয়ে যায় ডাকি
তাই বলি ভালবাসা প্রানে দোলা দিয়ে যায়।।
Random Song Lyrics :
- lover - aeon rings lyrics
- my wayyy - lino bandini lyrics
- eagle eyes (joe stone remix) - felix jaehn lyrics
- to me - prompto lyrics
- empty heavy - deathcrash lyrics
- surf - eyes (dnk) lyrics
- surra de flores (part. léo chaves) - guilherme e benuto lyrics
- questions - mr. oglobster lyrics
- acceptance - harmony chea, isa, straightupjed lyrics
- already gone - makumbi muleba lyrics