
ektara bajaiyo - kumar bishwajit lyrics
শিরোনামঃ একতারা বাজাইও না
গায়কঃ কুমার বিশ্বজিৎ
তোমরা একতারা বাজাইয়ো না
দোতারা বাজাইয়ো না
একতারা বাজাইয়ো না
ঢাক-ঢোল বাজাইয়ো না
গীটার আর বংগ বাজাও রে
ও তোমরা গীটার আর বংগ বাজাও রে
একতারা বাজাইলে মনে পড়ে যায়
আমার একতারা বাজাইলে মনে পইড়া যায়
একদিন বাঙ্গালী ছিলাম রে…
একদিন বাঙ্গালী ছিলাম রে…
আলতা পড়িও না, তোমরা শাড়ি পড়িও না
আলতা পড়িও না, শাড়ি পড়িও না
প্যান্ট আর ম্যাক্সি পড়রে
তোমরা প্যান্ট আর ম্যাক্সি পড়রে
আলতা শাড়ি পড়িলে মনে পইড়া যায়,
আমার আলতা শাড়ি পড়িলে মনে পইড়া যায়
একদিন বাঙ্গালী ছিলাম রে…
একদিন বাঙ্গালী ছিলাম রে…
সুপ্ত রাঁধিও না, তোমরা পায়েস রাঁধিও না
সুপ্ত রাঁধিও না, পায়েস রাঁধিও না
মোগলাই আর চাইনিজ রাঁধরে
ও তোমরা চাইনিজ আর মোগলাই রাঁধরে
সুপ্ত পায়েস রাঁধিলে মনে পইড়া যায়,
আমার সুপ্ত পায়েস রাঁধিলে মনে পইড়া যায়
একদিন বাঙ্গালী ছিলাম রে…
একদিন বাঙ্গালী ছিলাম রে…
জারি গাইও না, বাউল গাইও না
তোমরা কীর্তনী গাইও না, বাউল গাইও না
ডিস্কো আর রকই গাও রে
তোমরা ডিস্কো আর রকই গাও রে
কীর্তন বাউল গাইলে মনে পইড়া যায়
আমার কীর্তন বাউল গাইলে মনে পইড়া যায়
একদিন বাঙ্গালী ছিলাম রে…
(full lyrics only on musixmatch. enjoy)
Random Song Lyrics :
- 眼鏡の男の子 (megane no otoko no ko) - beyooooonds (ビヨーンズ) lyrics
- lenger, men ikke hit - kristoffer nohr unstad lyrics
- show me off - monique bozinoski lyrics
- red rain - ryan wall & bjorn lakenstrazen lyrics
- look away! - jake mcneillie lyrics
- poke it - lil murfee & hatesenpai lyrics
- sih setya (versi campursari jawa) - ndarboy genk lyrics
- 불티 (spark) romanized - its one (잇츠원) vocal unit lyrics
- río - silvana estrada lyrics
- gmail freestyle - lee hendrix$on lyrics