
bikeler shesh aalo - kumar sanu & kavita krishnamurthy lyrics
বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো৷
ও ও ও রাত যেন ছুটি নেই
তোমার আলো
তাই বাসি ভালো
সোনার আলো।।
বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো৷
ও ও ও রাত যেন ছুটি নেই
তোমার আলো
তাই বাসি ভালো
সোনার আলো।।
আমাদের পৃথিবীর অন্য পাশে,
রাতের আড়ালে রোদ লুকিয়ে হাসে৷
আমাদের পৃথিবীর অন্য পাশে,
রাতের আড়ালে রোদ লুকিয়ে হাসে৷
কখন আবার ভোরে ভাল করে,
কালো রাত ছুটি নিবে নৗলাকাশে৷
বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো৷
ও রাত যেন ছুটি নেই
তোমার আলো
তাই বাসি ভালো
সোনার আলো।।
পূবের আকাশ থেকে আলো মেলায়,
অন্য আকাশে গিয়ে সিঁদুর ছড়ায়৷
পূবের আকাশ থেকে আলো মেলায়,
অন্য আকাশে গিয়ে সিঁদুর ছড়ায়৷
সেই সিঁদুরের লালে
লাল এ বিকেল,
সেই দেখে কালো রাত ঘোমটা সরায়৷
বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো৷
ও ও ও রাত যেন ছুটি নেই
তোমার আলো
তাই বাসি ভালো
সোনার আলো।।
lyrics added by আ. নাকির
Random Song Lyrics :
- cocoon - mostly harmless lyrics
- nice to meet you - myles smith lyrics
- on tha road - klout (rapper) lyrics
- whoiam - twothastars lyrics
- voy subiendo (remix) - héctor & tito lyrics
- peach sorrel /pick me - slikearchive , baltika lyrics
- recover your heart - aiden driver lyrics
- built for war (rebuilt for clubs) - nitronoise lyrics
- tut es nicht weh - odd john lyrics
- veleiro - lô borges lyrics