
esho maa gauri maa - kumar sanu lyrics
Loading...
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
বসে আছি পথ চেয়ে, মা
আশার আলো জ্বেলে
বসে আছি পথ চেয়ে, মা
আশার আলো জ্বেলে
আনন্দেতে উঠবো ভরে
মাগো, তুমি এলে
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
পাকা ধানের সোনার শীষে
সবুজ পাখি গায়
ও কাশের ফুলে কাঁপন লাগে
বাতাস ছুঁয়ে যায়
তোমার পূজার লগন পাবো
অনেক সাধনায়
মনের কমল পরশ করো
আলতা*রাঙা পায়ে
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
সুখে*দুঃখে ভরা থাকে
মানুষেরই জীবন
ভুলে যাবো যতকিছু
দুঃখকে যে এখন
এক হয়ে যে মিলবো এবার
ফকির মহাজন
ধন্য হবে মাগো তোমার
পূজার আয়োজন
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
বসে আছি পথ চেয়ে, মা
আশার আলো জ্বেলে
বসে আছি পথ চেয়ে, মা
আশার আলো জ্বেলে
আনন্দেতে উঠবো ভরে
মাগো, তুমি এলে
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
এসো মা, এসো মা
এসো মা, এসো মা
Random Song Lyrics :
- in my mind - bleu clair lyrics
- stolen heart - sexy zone lyrics
- intro jour - sadek lyrics
- subota ujutru - laid back crew lyrics
- dans ma cité (bonus) - ali d lyrics
- any man - rachel braig (essy) lyrics
- jan böhmermann weint - team scheisse lyrics
- not for sale - granrodeo lyrics
- квітень (april) - kavabanga depo kolibri lyrics
- beating you is as easy as snappin a friggin twig in half - lil culture lyrics