saat pake bandha - kumar shanu lyrics
Loading...
সুমন
বলো
পিয়া
বলো
বলোনা
কানো
করো
পিয়া
ছলনা…
মনে মনে দু-জনে
রূদয়ের বাধনে
পিয়া তুমি
আমার
সাত পাকে বাঁধা
সাত পাকে বাঁধা
সাত পাকে বাঁধা
সাত পাকে বাঁধা
বলো
পিয়া
বলো
বলোনা
(••••মিউজিক••••)
তোমার আসাতে
এই পথ চাওয়া জে
আমার ভাললাগে
এতো আলো আর
এতো খুশিজে
আমি দেখিনি আগে
হাত বাড়ালে
সামনে তুমি
এর বেশি চাইনা আমার
বলো
পিয়া
বলো
বলোনা…
(••••মিউজিক••••)
সপনো আমারি
তোমার দু-চোখে
আমি সাজিয়ে দিলাম
মনে মনে আমি আমার
আমি কে
তোমার হাতে দিলাম
তোমাই চাওয়া
কাছে পাওয়া
সেই তো
আমার অধিকার
বলো
পিয়া
বলো
বলোনা
কানো
করো
পিয়া
ছলনা…
মনে মনে দু-জনে
রূদয়ের বাধনে
পিয়া তুমি
আমার
সাত পাকে বাঁধা
সাত পাকে বাঁধা
সাত পাকে বাঁধা
সাত পাকে বাঁধা
বলো
পিয়া
বলো
বলোনা
Random Song Lyrics :
- модная музыка (fashion music) - mayboy lyrics
- forget about it - cas metah lyrics
- nova lenda bíblica - brvxo adolescente lyrics
- better works of fiction - captain polaroid lyrics
- what's love - saturntyo lyrics
- have you - tc uk lyrics
- something aguh happen - vybz kartel lyrics
- slumz - robin banks lyrics
- give me a reason why - dave mason lyrics
- journal entry - b wise lyrics