
vandemataram - kunal ganjawala lyrics
Loading...
kunal ganjawala, jeet gannguli & pamela jain vandemataram
চোখে কেন জল মা তোমার
চোখে কেন জল
চোখে কেন জল মা তোমার
চোখে কেন জল
জানি গড়বো আবার সোনার বাংলা
আমরা নয় দুর্বল
চোখে কেন জল মা তোমার
চোখে কেন জল
চোখে কেন জল মা তোমার
চোখে কেন জল
বীর শহীদের দেখা স্বপ্ন
ব্যর্থ হবেনা কোনদিন
খেটে খাওয়া মানুষের ঘামে
আসবে সেই স্বপ্নের দিন
সুজলা সুফলা এই মাটি আমাদের মা
মানুষের অধিকার তাই কেড়ে নিতে দেবো না
মুছে দেবো জল মা তোমার
মুছবো চোখের জল
চোখে কেন জল মা তোমার
চোখে কেন জল
(..) লড়বো লড়াই
তাই নেমেছি পথে
এক জাতি এক (..) মানে
এগিয়ে যাবো একসাথে
ধরণী জননী তুমি আমি ভুলে যাবো না
একতার হবে জয়
শোনো আমরা হেরে যাবো না
মুছে দেবো জল মা তোমার
মুছবো চোখের জল
চোখে কেন জল মা তোমার
চোখে কেন জল
Random Song Lyrics :
- can't help who you love - furnaceface lyrics
- big amount remix - tone mula lyrics
- tempest - omnivolis lyrics
- hold ud - gio (dnk) lyrics
- sexe, drogue, ceri$e$ & rock n' roll - jérôme 50 lyrics
- after the reign - wolfsmyth lyrics
- jodelee - k3 lyrics
- carry yourself - razorlight lyrics
- above the fog - al-berto & the fried bikinis lyrics
- неоновые сны (neon dreams) - mozee montana lyrics