
e bhabe golpo hok - lagnajita chakraborty lyrics
Loading...
একটা বারান্দায়, আমি দাঁড়িয়েছিলাম
ছুঁড়ে ম্যাজিক চোখ, তাকিয়ে যেই চলে গেলে
শীতে আরাম দেয়, সেইরকমই চাদর
মেলে ফেলেছি, খেলার ছলে তোমার কোলে
এভাবেই গল্প হয়
আমাদের রূপকথায়
এভাবেই গল্প হোক
আমাদের রূপকথায়
বাউন্ডুলে দিন, আর দুষ্টুমিরা
নিয়ে পৌঁছে দিক
আমায় তোমার পুকুর পাড়ে
কাটবো সাঁতার, ঠেকবো শেওলা গাছে
রাজি হও যদি
খেলার ছলে, তোমার জলে
এভাবেই গল্প হোক
আমাদের রূপকথায়
এভাবেই গল্প হয়
আমাদের রূপকথায়
কিছুটা ছেলেমানুষি, মেনেও তো ভালোবাসি
বলে কয়ে কথা দিয়ে যাও
দেখো না এনেছি সাথে, মধুমাখা দিনে রাতে
আমার মনের জোছনায়
এভাবেই গল্প হোক
আমাদের রূপকথায়
এভাবেই গল্প হয়
আমাদের রূপকথায়
Random Song Lyrics :
- macht euch endlich alle platt (akustik version) - frei.wild lyrics
- ain't nuthin' - the toasters lyrics
- desire - keedra johnson lyrics
- que pasa loco baby? - graziano romani lyrics
- the cave - turið (den) lyrics
- agnese - ivan graziani lyrics
- gabinas de cochero - hora zulu lyrics
- the deal - frank hutchison lyrics
- quietly - killing time lyrics
- ce n'est pas - julien clerc lyrics