
bhromor koiyo giya - lal mia lyrics
Loading...
শুধুমাত্র লালিময়ার রিকল ভার্সনের জন্য প্রযোজ্য
ভ্রমর কইয়ো গিয়া,
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে,
ভ্রমর কইয়ো গিয়া ।।
ও ভ্রমর রে,
কইয়ো কইয়ো কইয়োরে ভ্রমর,
কৃষ্ণরে বুঝাইয়া
কইয়ো কইয়ো কইয়োরে ভ্রমর,
কৃষ্ণরে বুঝাইয়া
মুই রাধা মইরা যাইমু
কৃষ্ণ হারা হইয়ারে, ভ্রমর কইয়ো গিয়া।।
ভাইবে রাধারমণ বলে শোনরে কালিয়া
ভাইবে রাধারমণ বলে শোনরে কালিয়া
নিভা ছিলো মনের আগুন
কে দিলা জ্বালাইয়ারে, ভ্রমর কইয়ো গিয়া।।
ভ্রমর কইয়ো গিয়া,
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে,
ভ্রমর কইয়ো গিয়া ।।
Random Song Lyrics :
- that was all me - triston marez lyrics
- red eyes - pgf nuk lyrics
- envy. - yll grym lyrics
- hacen falta ganas - piso 21 lyrics
- plenty - sportvvs lyrics
- where you been juice - oj da juiceman lyrics
- euro giappone - kane sciolto lyrics
- come le star - cast of maggie and bianca: fashion friends lyrics
- skjedde bare skjedde - von august lyrics
- penetração medieval - lil careca lyrics