
hathat bhishon bhalo - lata mangeshkar lyrics
হঠাৎ ভীষণ ভালো লাগছে
হঠাৎ ভীষণ ভালো লাগছে
মনে হয় উড়ে যাই দূর দূর
যেথা সুনীল আকাশ মোরে ডাকছে
হঠাৎ ভীষণ ভালো লাগছে
মনে হয় উড়ে যাই দূর দূর
যেথা সুনীল আকাশ মোরে ডাকছে
হঠাৎ ভীষণ ভালো লাগছে।।
অন্তরে ঝলকে, ঝলকে, পুলকে
কি যে আগুন
কি যে ঋতু তা জানিনা
ফুলেরা ফুটেছে কিনা আজ ফাগুন
অন্তরে ঝলকে, ঝলকে, পুলকে
কি যে আগুন
কি যে ঋতু তা জানিনা
ফুলেরা ফুটেছে কিনা আজ ফাগুন
হোক বা না হোক উৎসব ঝুলনের
দোলা লাগে অঙ্গে দোদুল দোলনের
হোক বা না হোক উৎসব ঝুলনের
দোলা লাগে অঙ্গে দোদুল দোলনের
নিজেরই রঙে মন আজ রাঙছে
হঠাৎ ভীষণ ভালো লাগছে
মনে হয় উড়ে যাই দূর দূর
যেথা সুনীল আকাশ মোরে ডাকছে
হঠাৎ ভীষণ ভালো লাগছে।।
সূর্যের তোরনে তরণে চলো না
দিই গো হানা
জমা যত আঁখি জল
হোক না সে উজল হাসনুহানা
সূর্যের তোরনে তরণে চলো না
দিই গো হানা
জমা যত আঁখি জল
হোক না সে উজল হাসনুহানা
মুক্তির পাখা মেলে যাই দুজনা
বন্ধনে বাঁধা পরে যাই দুজনা
মুক্তির পাখা মেলে যাই দুজনা
বন্ধনে বাঁধা পরে যাই দুজনা
বাধন সুধা মুক্তি মাংচে
হঠাৎ ভীষণ ভালো লাগছে
মনে হয় উড়ে যাই দূর দূর
যেথা সুনীল আকাশ মোরে ডাকছে
হঠাৎ ভীষণ ভালো লাগছে
মনে হয় উড়ে যাই দূর দূর
যেথা সুনীল আকাশ মোরে ডাকছে
হঠাৎ ভীষণ ভালো লাগছে।।
Random Song Lyrics :
- thermonuclear - no5 lyrics
- borsig locomotive - brainless wankers lyrics
- more or less moral - swingin’ utters lyrics
- jacob's ladder - astrologist lyrics
- cog in the machine - abacus (uk) lyrics
- fuck school - lil acid lyrics
- invest in me - andre pak lyrics
- дорого - @saintskk lyrics
- rubbin off paint remix - nique, king, trey, airi, chris lyrics
- why? - clay lyrics