
hriday amar nache re - lata mangeshkar lyrics
Loading...
হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে।
শত বরনের ভাব-উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ,
আকুল পরান আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে॥
ওগো, নির্জনে বকুলশাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে॥
ঝরকে ঝরকে ঝরিছে বকুল, আঁচল আকাশে হতেছে আকুল,
উড়িয়া অলক ঢাকিছে পলক– কবরী খসিয়া খুলিছে।
ঝরে ঘনধারা নবপল্লবে, কাঁপিছে কানন ঝিল্লির রবে-
তীর ছাপি নদী কলকল্লোলে এল পল্লির কাছে রে॥
writer(s): rabindranath tagore
Random Song Lyrics :
- hd - caine casket lyrics
- chaos - goddess fiji lyrics
- the state of nature - london workshop cast 2018 lyrics
- я (me) - guse1 lyrics
- isekai dreams* - steve sniff lyrics
- rumor has it - shug hzy lyrics
- hello era - m sylvic lyrics
- x000 energy - ynkeumalice lyrics
- last name - nm rem lyrics
- she wolf (falling to pieces) [extended] - david guetta lyrics