
priyotamo ki likhi tomay - lata mangeshkar lyrics
Loading...
কি লিখি তোমায়?
প্রিয়তম…
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
কৃষ্ণচূড়ার বনে ছায়া*ঘন পথ
আঁকা*বাঁকা পথ
আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে
কৃষ্ণচূড়ার বনে ছায়া*ঘন পথ
আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে
বসে আছি বাতায়নে
তোমারই আশায়
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
ভালোবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়
কত কথা কয়
তোমার আসার কথা লেখা আছে সব কিনারায়
ভালবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়
তোমার আসার কথা লেখা আছে সব কিনারায়
গুনগুন করে মন
ব্যথারও ছায়ায়
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার
কি লিখি তোমায়?
Random Song Lyrics :
- owe me diamonds (intro) - ralph weah lyrics
- flucht zu dir - fabian römer lyrics
- take this pain - fakebitcheshero lyrics
- i should be proud - martha reeves and the vandellas lyrics
- myślotok - kacper nowak lyrics
- hold your ground - ché-fu lyrics
- you don't know me - jhené aiko lyrics
- list do m. - dżem (band) lyrics
- new love - andrew huang lyrics
- i don't like you! - ohtrapstar lyrics