
alshemi - level five lyrics
Loading...
[pre*chorus]
কখনো কি ভেবে দেখেছো
কেন আকাশ নীল ?
কখনো কি ভেবে দেখেছো
কেন ঘাসফরিং উড়ে বেড়ায় চিন্তাহীন?
রাতের ভীত তারারা লুকিয়ে পড়ে নিদ্রাহীন?
[chorus]
আমার সব সরল ভাবনায়
তোমার আলসেমি
আমার সব সরল ভাবনায়
তোমার আলসেমি
[pre*chorus]
কখনো কি তুমি দেখেছো
রঙিন স্বপ্নের নীল?
দেখেছো কি মেঘের মাঝে
লুকিয়ে থাকা আকাশ নীল ?
তোমার আমার না বলা কথার
মাঝে এক অবুঝ মিল
[chorus]
আমার সব সরল ভাবনায়
তোমার আলসেমি
আমার সব সরল ভাবনায়
তোমার আলসেমি
Random Song Lyrics :
- я могу быть настоящим (i can be real) - r1chh lyrics
- bootëd - yeat lyrics
- high all night - rico pmf lyrics
- heliosplugg#packwatch - helios lyrics
- dalëko - og harp lyrics
- lose control - dbrealmuzik lyrics
- best of me - lvckynumba7 lyrics
- she's bad - bad hop lyrics
- poulsbo - josh roehl lyrics
- put yo boy in da ground - evil pimp lyrics