
akash bhara surja tara - lopamudra mitra lyrics
Loading...
আকাশভরা সূর্য*তারা, বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি
আমি পেয়েছি মোর স্থান
বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান
আকাশভরা সূর্য*তারা, বিশ্বভরা প্রাণ
অসীম কালের যে হিল্লোলে জোয়ার*ভাটায় ভুবন দোলে
নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান
বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে
ছড়িয়ে আছে আনন্দেরই দান
বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান
কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি
কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি
জানার মাঝে অজানারে করেছি সন্ধান
বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান
আকাশভরা সূর্য*তারা, বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি
আমি পেয়েছি মোর স্থান
বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান
Random Song Lyrics :
- sweet ears - gnosi lyrics
- superman - ron-ron the producer lyrics
- theloud - danny b lyrics
- el liricista - juaninacka lyrics
- eutanasia - broken lyrics
- mortal à toa - anelis assumpção lyrics
- comeuppance, come - mclusky lyrics
- 07 - atmsophère - rosko résistance musik lyrics
- quizás con quién - los tres lyrics
- uh huh hoe - ca$hboy cj lyrics