
e pare mukhor holo keka oi - lopamudra mitra lyrics
এ পারে মুখর হল কেকা ওই
কেকা…
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই
এক কহে, আর*একটি একা কই
একা…
শুভযোগে কবে হব দুঁহু হায়
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই
কেকা…
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই
অধীর সমীর পুরবৈয়াঁ
নিবিড় বিরহব্যথা বইয়া
অধীর সমীর পুরবৈয়াঁ
নিবিড় বিরহব্যথা বইয়া
নিশ্বাস ফেলে মুহু মুহু হায়
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই
কেকা…
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই
আষাঢ় সজলঘন আঁধারে
ভাবে বসি দুরাশার ধেয়ানে
আমি কেন তিথিডোরে বাঁধা রে
ফাগুনেরে মোর পাশে কে আনে
আষাঢ় সজলঘন আঁধারে
ভাবে বসি দুরাশার ধেয়ানে
আমি কেন তিথিডোরে বাঁধা রে
ফাগুনেরে মোর পাশে কে আনে
ঋতুর দু ধারে থাকে দুজনে
মেলে না যে কাকলি ও কূজনে
ঋতুর দু ধারে থাকে দুজনে
মেলে না যে কাকলি ও কূজনে
আকাশের প্রাণ করে হূহু হায়
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই
কেকা…
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই
Random Song Lyrics :
- iartă-mă mamă - jon țiganu lyrics
- !!! (don’t know who to trust) - key glock lyrics
- ad shehakol itpotsets - עד שהכל יתפוצץ - numi (israel) - נומי lyrics
- lose the ugly - chyng diamond lyrics
- hallervorden - dieter hallervorden lyrics
- powww! - sentino lyrics
- this is war - gawne lyrics
- поток (potok) - skorpion lyrics
- love still finds us - queens cast & naturi naughton lyrics
- frankenstein - gallileous lyrics