
haway haway dolna dole lyrics - akash choa valobasha by habib, nancy lyrics
হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান, লেপে দেব
সাজিয়ে দেব ফুলে, তুমি এসো
তবু এসো, ভালোবেসে
হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান, লেপে দেব
সাজিয়ে দেব ফুলে, তুমি এসো
তবু এসো, ভালোবেসে
খেয়ালি শিশির লুটাবে তাই
আঁচল টেনেছে মেঘে
তোমারই জন্যে শুধু তোমার জন্যে
গোধূলি আকাশ লাজুক লাজুক
সন্ধ্যা এখনও জেগে
তোমার জন্যে শুধু তোমার জন্যে
আমি সেই সুখে আজ
ফেলেছি নোঙর আবেগ জড়ানো কূলে
তুমি এসো
তবু এসো, ভালোবেসে
রাত নিঝুম জোনাক নাচে
চন্দন টিঁপ মেখে
তোমার জন্য শুধু তোমার জন্য
পদ্ম রাঙা ঝিলের ডালায়
চাঁদ যে কাব্য লেখে
তোমার জন্য শুধু তোমার জন্য
আমি সেই সুখে আজ, স্বপ্নলোকের
দুয়ার দিয়েছি খুলে
তুমি এসো
তবু এসো, ভালোবেসে
হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান, লেপে দেব
সাজিয়ে দেব ফুলে
তুমি এসো
তবু এসো, ভালোবেসে।
©eren99
Random Song Lyrics :
- story of a lonely guy (music video mix) - b-rabbit lyrics
- ein königreich aus dreck (acappella) - achtvier lyrics
- you will find me - andrew ripp lyrics
- biały kruk - tuzza lyrics
- mi soledad - el$o rodríguez lyrics
- 83 medley - live in birmingham - john mayer lyrics
- oso - freestyle mixtape (2016) - oso lyrics
- wil je mij nu - teggo, strami lyrics
- conscience be free - gang starr lyrics
- only one - chuck sutton lyrics