
kon gopone lyrics - surangana bandyopadhyay lyrics
Loading...
kon gopone lyrics
কোন গোপনে মন পুড়েছে
বৃষ্টি থামার পরে
আমার ভিতর ঘরে….।
কোন গোপনে মন পুড়েছে
বৃষ্টি থামার পরে
আমার ভিতর ঘরে….।
নয়ন কালো মেঘ জমালো
ঝিনুকের অন্তরে
আমার ভিতর ঘরে।
নয়ন কালো মেঘ জমালো
ঝিনুকের অন্তরে
আমার ভিতর ঘরে।
কোমল ধানের শীষে
দুঃখরা যায় মিশে
কোমল ধানের শীষে….
দুঃখরা যায় মিশে।
সুখ পাখি কার্নিশে
হারায় অগোচরে
দিন খুঁজে যাই, দিন আসে না
রাত আসে রাত করে
আমার ভিতর ঘরে।
অবুঝ চোখের তারায়
অন্ধ কাজল হারায়
অবুঝ চোখের তারায়…..
অন্ধ কাজল হারায়
এক ফালি হাত বাড়ায়
শান্ত চরাচরে।
সোনার কাঁকন, কোন সে আপন
মুখ লুকায়ে প্রান্তরে
আমার ভিতর ঘরে।
কোন গোপনে মন পুড়েছে
বৃষ্টি থামার পরে
আমার ভিতর ঘরে
আমার ভিতর ঘরে
সেকি আমার ভিতর ঘরে।
Random Song Lyrics :
- the ideal situation - jerónimo sánchez lyrics
- 오늘죽을수도있어 i might die today - kwon ki baek (권기백) lyrics
- broken wing blues - the wasteland wailers lyrics
- i feel like a kid again - jax lyrics
- to rozstanie - ida zalewska lyrics
- your graduation - tifa quinn lyrics
- alien drill - bwa feat. vitø4n lyrics
- youtube geek cypher - gameboyjones lyrics
- plenitude - paulo borp lyrics
- niebo - sylvia baudelaire lyrics