
aj josna rate tarar mela - m rahat lyrics
Loading...
আজ জোছনা রাতে তারার মেলা
জোনাকি আলো কথা কয়
আর আমার মনের মাঝে
তোমার প্রেমের ধারা বয় (প্রভু) ।।
মৌনতা চৌদিকে বইছে বাতাস ঝিরিঝির
মন চায় পরে থাকি সিজদায় নত করে শির
প্রভুর রহমে যেন এ জীবন হয় মধুময়
আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয় (প্রভু) ।।
চাঁদিমার লোকচুরি শুভ্র মেঘের আড়ালে
এ কেমন সুখ বল আঁধারের অন্তরালে
কামিনির সুরভিতে এ লগন হয় মোহময়
আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয় (প্রভু) ।।
Random Song Lyrics :
- double fisted - odd couple lyrics
- black dog - deacon the villain & sheisty khrist lyrics
- chica atrevida - los ángeles azules lyrics
- all of you - miles davis lyrics
- chamei chamando (acústico) - mc don juan lyrics
- upgrade you - lil jj lyrics
- no f*** man - big jk lyrics
- chce być tam - jwp lyrics
- zip-a-dee-doo-dah - toots lyrics
- el lugar donde viene a morir el amor - zahara lyrics