
tumi ki keboli chobi - mahbub lyrics
Loading...
তুমি কি কেবলই ছবি, শুধু
পটে লিখা।
ওই-যে সুদূর নীহারিকা
যারা করে আছে ভিড়
আকাশের নীড়,
ওই যারা দিনরাত্রি
আলো হাতে চলিয়াছে
আঁধারের যাত্রী গ্রহ
তারা রবি,
তুমি কি তাদের মতো
সত্য নও।
হায় ছবি, তুমি শুধু
ছবি॥
নয়নসমুখে তুমি নাই,
নয়নের মাঝখানে
নিয়েছ যে ঠাঁই– আজি তাই
শ্যামলে শ্যামল তুমি,
নীলিমায় নীল।
আমার নিখিল তোমাতে
পেয়েছে তার অন্তরের
মিল।
নাহি জানি, কেহ
নাহি জানে–
তব সুর বাজে মোর
গানে,
কবির অন্তরে তুমি
কবি–
নও ছবি, নও ছবি, নও শুধু
ছবি॥
তুমি কি কেবলই ছবি
lyrics added by ashok chandra shil
Random Song Lyrics :
- smile - concrete castles lyrics
- lady - zona infame lyrics
- blame on me - thomas dong lyrics
- гроза (thunderstorm) - lovmny lyrics
- le clan - tonha lyrics
- morad* - borja escalona lyrics
- muszę jeść i oddychać - hałastra lyrics
- errasuriz - kiltro lyrics
- i'm up - fly thai & lil pete lyrics
- nose me vetrovi ludi - vesna zmijanac lyrics