
katodin dekhini tomay - manna dey lyrics
Loading...
শিরোনামঃ কতদিন দেখিনি তোমায়
কথাঃ প্রণব রায়
সুরঃ কমল দাশগুপ্ত
কণ্ঠঃ মান্না দে
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়
কত দিন তুমি নাই কাছে
তবু হৃদয়ের তৃষা জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়
(end)
Random Song Lyrics :
- 7 years (saosin cover) - gl0wrm lyrics
- take on g(un)ay - rapb0y lyrics
- carillon - toni zeno lyrics
- io speriamo che me la cavo - warez lyrics
- #freestyle (feat. black.out_t & sebas compton) - alri lyrics
- in the summer - rizkymow lyrics
- pomogi - yunijeong jwen lyrics
- metal slug - mickey diamond & machacha lyrics
- men with shifty eyes - lawn chair lyrics
- bless - lil wayne, wheezy & young thug lyrics