
gobhire - mcc-e mac lyrics
[intro: gk kibria]
ছন্নছাড়া মনে, এসেছ গোপনে
মুখে বলেছি যে, নিয়ো না তো টেনে
অজানাকে ভুলে সাজা খেটে চলি
জানি শোধরানো হবে না কখনো
[chorus: gk kibria]
তবু গভীরে, সে থাকে গভীরে
যার আঁকা ছবি রে, সে ছিল গভীরে
গভীরে গভীরে, সে থাকে গভীরে
যার আঁকা ছবি রে, সে ছিল গভীরে
সে পাশে নাই, কী জানি নাই
সে পাশে নাই, কী জানি নাই
[verse 1: gk kibria]
roses be red light
violets are dying
outside i’m smiling
inside i’m crying
blue sky, blue sky
people here living to die
another day with you, my love
i can never be alive
তুমি রানি হবে বলে
যুদ্ধগুলো দেখ চলে
আমার পোলাপাইন একসাথে বলে
আপুটা কার জানি কোলে
[verse 2: mcc*e mac]
ভালোবাসা ছিলো নাকি কম ক
নাকি আবেগেরি টান টান
বেড়ে হয়ে গেলো ভয়
ভয় থেকে শুরু হলো ক্ষয়
ক্ষয় হয়ে গেলো পরাজয়
জয় পেয়ে যাবো যেটা হয়
সেটা হয় ভালো হয়
আমার গল্পটা ভালো হয়
তবে সব কল্পনাগুলো কালো হয়
যত লেখি ততো মোছা হয়
যত ধোঁকা ততো শেখা হয়
চোখ ছোটো থেকে বড়ো হয়
এলোমেলো সমাজে ব্যস্ত আমি
ব্যস্ততার মাঝে আজ পথভ্রষ্ঠ আমি কি?
পথভ্রষ্ট আমি, ব্যস্ততার মাঝে আজ পথভ্রষ্ঠ আমি কি?
[pre*chorus: mcc*e mac]
ভালোবাসা ধোঁকা, ধোঁকা
ভালোবাসা ধোঁকা, ভালোবাসা ধোঁকা
ভালোবাসা ধোঁকা, ধোঁকা
ভালোবাসা ধোঁকা, ভালোবাসা ধোঁকা
[chorus: gk kibria]
তবু গভীরে, সে থাকে গভীরে
যার আঁকা ছবি রে, সে ছিল গভীরে
গভীরে গভীরে, সে থাকে গভীরে
যার আঁকা ছবি রে, সে ছিল গভীরে
সে পাশে নাই, কী জানি নাই
সে পাশে নাই, কী জানি নাই
[outro: gk kibria]
কলিজাতে দাগ, সেটা দেখা যায় না
দেখা যায় না, দেখা যায় না
আমার মুখে হাসি রাখি, তাই চেনা যায় না
চেনা যায় না, চেনা যায় না
Random Song Lyrics :
- ごめんね東京 (gomen ne tokyo) - 岩佐美咲 (iwasa misaki) lyrics
- good little girl - reinaeiry lyrics
- intro - benaven don lyrics
- 3001 - serjão loroza lyrics
- on fleek - hoodrich pablo juan, young thug & gunna lyrics
- no mistake - sergio otero lyrics
- me voy a encuerar - anakleto lyrics
- το φιλί της ζωής (to fili tis zois) - natasa theodoridou lyrics
- dejame ir - jovenmx lyrics
- pelurin meno - dj tikari lyrics