
crusade - meghdol lyrics
মানুষের ক’জন ভগবান
মানুষের ক’জন ভগবান
ক’জনে ভাগ্য লিখেন
ক’জনে জীবন সামলান?
মানুষের ক’জন ভগবান
ক’জনে ভাগ্য লিখেন
ক’জনে জীবন সামলান?
আকাশে উড়ছে বোমারু ভগবান
মানুষ ঝলসে যিনি গণতন্ত্র এনে দেন।
আকাশে উড়ছে বোমারু ভগবান
মানুষ ঝলসে যিনি গণতন্ত্র এনে দেন।
মাটিতে ফুটে আছে ক্লাস্টার ফুল
ছুয়ে দিলে ফুটে ওঠে… সেতো শিশুদের ভুল।
মাটিতে ফুটে আছে ক্লাস্টার ফুল
ছুয়ে দিলে ফুটে ওঠে… সেতো শিশুদের ভুল।
দু’হাত হারিয়ে আজ ডানাকাটা
পরী যে শিশু
শুনতে কি পাও তার চিৎকার
পশ্চিমা যিশু?
দু’হাত হারিয়ে আজ ডানাকাটা
পরী যে শিশু
শুনতে কি পাও তার চিৎকার
পশ্চিমা যিশু?
পৃথিবী জুড়ে চলছে যখন
প্রতিবাদ আর প্রতিরোধ মিছিল
পিশাচের হাতে হাত মেলালেন
ব্লেয়ার,জ্যাক শিরাক,ভ্লাদিমির পুতিন।
পৃথিবী জুড়ে চলছে যখন
প্রতিবাদ আর প্রতিরোধ মিছিল
পিশাচের হাতে হাত মেলালেন
ব্লেয়ার,জ্যাক শিরাক,ভ্লাদিমির পুতিন।
ওরা রক্তের হিস্যা বুঝে নিতে চায় বুঝি
গ্যালন গ্যালন…
ওরা রক্তের হিস্যা বুঝে নিতে চায় বুঝি
গ্যালন গ্যালন…
আ…
[guitar solo]
Random Song Lyrics :
- looking for sunshine - shannon hurley lyrics
- red bandana santana - playboi carti lyrics
- hawk talks - duke ellington lyrics
- golden acres - sniper gang lyrics
- do you see this - greg pajer & aris archontis lyrics
- vah vahap vah - şehinşah lyrics
- wild as i wanna be - deathray lyrics
- old school - arin ray lyrics
- kao da me nema - nena ivošević lyrics
- red white and blue jeans - upchurch lyrics