
muthophone - meghdol lyrics
করতলে ছিন্ন মেঘের স্বর
লোকাল বাসে বাড়ি ফেরা প্রিয় মুখ
হৃদয়ের কাছে ব্যর্থ মুঠোফোন
দিনরাত্রি গুনগুনগুন
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
তোমার আমার যৌথ ডানার আকাশ
তোমার আমার যৌথ ডানার আকাশ
আর কিছু অবিনাশী গান
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
পলিথিনে মোড়া আকাশ দিয়েছে ডুব
তোমরা রয়েছো যার যার জানালায়
পলিথিনে মোড়া আকাশ দিয়েছে ডুব
তোমরা রয়েছো যার যার জানালায়
তোমার আমার যৌথ শামুকবাস
আর কিছু অবিনাশী গান
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
Random Song Lyrics :
- 5+ - sil-a & сашмир (sashmir) lyrics
- blssd - onegee & coonz lyrics
- requiem for oblivion - balaam lyrics
- sunny you - 石原夏織 (kaori ishihara) lyrics
- zeleno, zeleno - nered i stoka lyrics
- la răsărit - wrs lyrics
- cannabis - ewamaru lyrics
- rompe - j.i the prince of n.y lyrics
- la ville de joie - serge reggiani lyrics
- 7 colors - acid black cherry lyrics