
thik thak - meghdol lyrics
Loading...
সব ঠিকঠাক যখন বলো
ওলট পালট হয়ে যায়
এলোমেলো সব হয়ে যায়
সব ঠিকঠাক…
সব ঠিকঠাক যখন বলো
ওলট পালট হয়ে যায়
এলোমেলো সব হয়ে যায়
সব ঠিকঠাক…
সব ঠিকঠাকের এই শহরে
উঁচু-নিচু আঁকা সব দেয়ালে
নাগরিক সব ফুল ফুটে থাক
সব ঠিকঠাক…
সব ঠিকঠাক যখন বল
ওলট পালট হয়ে যায়
এলোমেলো সব হয়ে যায়
সব ঠিকঠাক…
অকারণে বুঁদ হওয়া ভাবনায়
এলোমেলো যখন তখন
অকারণে বুঁদ হওয়া ভাবনায়
এলোমেলো যখন তখন
নগরের মতো যেন যানজট
মাথার ভেতর থেকে যায়
সব ঠিকঠাক…
সব ঠিকঠাক যখন বলো
ওলট পালট হয়ে যায়
এলোমেলো সব হয়ে যায়
ওলট পালট হয়ে যায়
সব ঠিকঠাক…
সব ঠিকঠাক…
সব ঠিকঠাক…
সব ঠিকঠাক…
সব ঠিকঠাক…
Random Song Lyrics :
- un día como este - wuilldafriqq lyrics
- the legion - blurain lyrics
- blame game - rivers (riversbandfl) lyrics
- алло - директор (tsb gang) lyrics
- hace falta oscuridad - rayka lyrics
- rang - roadtrip lyrics
- dna - 5v lyrics
- dxb money - silento lyrics
- que vez - violetta lyrics
- totally wiped out - death from above 1979 lyrics