
chiro adhora - miftah zaman lyrics
[intro verse]
অবাক চাঁদের আলোয় দেখো
ভেসে যায় আমাদের পৃথিবী
আড়াল হতে দেখেছি তোমার
নিষ্পাপ মুখখানি
অবাক চাঁদের আলোয় দেখো
ভেসে যায় আমাদের পৃথিবী
আড়াল হতে দেখেছি তোমার
নিষ্পাপ মুখখানি
[main verse 1]
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝিনি কভু, সেই মায়াতো আমার তরে নয়
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে
ভালবাসবো তোমায়
chorus]
ভালবাসবো তোমায়
তোমার চিরচেনা পথের ঐ সীমা ছাড়িয়ে
[verse 2]
এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে
চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে
একবার শুধু, একটিবার হাতটা দাও বাড়িয়ে
ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন
তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন
[repeat verse]
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝিনি কভু, সেই মায়াতো আমার তরে নয়
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে
ভালবাসবো তোমায়
ভালবাসবো তোমায়
[outro verse]
হাজার বছর এমনি করে
আকাশের চাঁদটা আলো দেবে
আমার পাশে ক্লান্ত ছায়া
আজীবন রয়ে যাবে
তবু এই অসহায় আমি
ভালবাসবো তোমাকে
শুধু যে তোমাকে
ভালবাসবো তোমাকে
Random Song Lyrics :
- cruisin' - yung smoker lyrics
- pretty girl - 4ever falling lyrics
- 삭제 (delete) - kim jaehwan (김재환) lyrics
- atos 5 - diaeterno lyrics
- lang3 - osy lyrics
- fragile - intryx & firstofive lyrics
- shits & giggles - whipstick lyrics
- black dust - acid mammoth lyrics
- keep my spirit alive pt 2 (explicit) - kanye west lyrics
- stella cometa - yanispills lyrics