
jare haat diye mala dite paro nai - miftah zaman lyrics
Loading...
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তারে?
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তারে?
ভুলে যাও মোরে ভুলে যাও
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তারে?
আমি গান গাহি আপনারই সুখে
তুমি কেন এসে দাঁড়াও সমুখে
আমি গান গাহি আপনারই সুখে
তুমি কেন এসে দাঁড়াও সমুখে
আলেয়ার মতো ডাকিও না আর
নিশীথ অন্ধকারে
দয়া করো, দয়া করো
আর আমারে লইয়া
খেলো না, খেলো না নিঠুর খেলা
শত কাঁদিলেও ফিরিবে না সেই
শুভ লগনের বেলা
প্রিয় শুভ লগনের বেলা
আমি ফিরি পথে তাহে কার ক্ষতি?
তব চোখে কেন সজল মিনতি?
আমি ফিরি পথে তাহে কার ক্ষতি?
তব চোখে কেন সজল মিনতি?
আমি কি ভুলেও কোনদিনও
এসে দাঁড়ায়েছি তব দ্বারে?
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তারে?
Random Song Lyrics :
- til i expire - shalom lyrics
- been through this - juice wrld lyrics
- catch me - modern adventures lyrics
- i'm falling apart - capitalius lyrics
- the price - ronin gray lyrics
- jupiter - jay blk lyrics
- gimme love (few wolves x gaston remix) - kongsted lyrics
- clementina de jesus (vale dos orixás) - wilson simonal lyrics
- night after night - lvly lyrics
- downstrum - carry hatchet lyrics