lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

obelai - miftah zaman lyrics

Loading...

তুমি এসেছিলে আমারই কাছে
ভালোবাসবে বলে
তুমি এসেছিলে আমারই কাছে

ভালোবাসবে বলে
বুঝতে পারিনি আমি
বুঝতে দাও নি তুমি
বুঝতে পারিনি আমি
বুঝতে দাও নি
নীরবে চেয়েছিলে
আমার চোখের পানে
নীরবে চেয়েছিলে
আমার চোখের পানে
বুঝিনি আমি, বুঝিনি আমি
বুঝিনি আমি, বুঝিনি আমি

যখন তুমি গান গেয়েছিলে
আপন করে মোরে ডেকেছিলে
যখন তুমি গান গেয়েছিলে
আপন করে মোরে ডেকেছিলে
আমি তখন কোন নেশার টানে
তোমায় ফেলে অনেক দূরে
আমি তখন কোন নেশার টানে
তোমায় ফেলে অনেক দূরে
তুমি শুধু হেসেছিলে
সব ব্যথা আড়াল করে
তুমি শুধু হেসেছিলে
সব ব্যাথা আড়াল করে
বুঝিনি আমি, বুঝিনি আমি
বুঝিনি আমি, বুঝিনি আমি

এখন আমি একা বসে
আমায় রেখে তুমি গেছো চলে
এখন আমি একা বসে
আমায় রেখে তুমি গেছো চলে
কোথায় আজ হারালে তুমি
কোথায় আজ হারালে তুমি
আগে তোমায় কেনো
বুঝিনি আমি, বুঝিনি আমি
বুঝিনি আমি, বুঝিনি আমি
বুঝিনি আমি, বুঝিনি আমি
বুঝিনি আমি, বুঝিনি আমি
বুঝিনি আমি…

Random Song Lyrics :

Popular

Loading...