
obelai - miftah zaman lyrics
তুমি এসেছিলে আমারই কাছে
ভালোবাসবে বলে
তুমি এসেছিলে আমারই কাছে
ভালোবাসবে বলে
বুঝতে পারিনি আমি
বুঝতে দাও নি তুমি
বুঝতে পারিনি আমি
বুঝতে দাও নি
নীরবে চেয়েছিলে
আমার চোখের পানে
নীরবে চেয়েছিলে
আমার চোখের পানে
বুঝিনি আমি, বুঝিনি আমি
বুঝিনি আমি, বুঝিনি আমি
যখন তুমি গান গেয়েছিলে
আপন করে মোরে ডেকেছিলে
যখন তুমি গান গেয়েছিলে
আপন করে মোরে ডেকেছিলে
আমি তখন কোন নেশার টানে
তোমায় ফেলে অনেক দূরে
আমি তখন কোন নেশার টানে
তোমায় ফেলে অনেক দূরে
তুমি শুধু হেসেছিলে
সব ব্যথা আড়াল করে
তুমি শুধু হেসেছিলে
সব ব্যাথা আড়াল করে
বুঝিনি আমি, বুঝিনি আমি
বুঝিনি আমি, বুঝিনি আমি
এখন আমি একা বসে
আমায় রেখে তুমি গেছো চলে
এখন আমি একা বসে
আমায় রেখে তুমি গেছো চলে
কোথায় আজ হারালে তুমি
কোথায় আজ হারালে তুমি
আগে তোমায় কেনো
বুঝিনি আমি, বুঝিনি আমি
বুঝিনি আমি, বুঝিনি আমি
বুঝিনি আমি, বুঝিনি আমি
বুঝিনি আমি, বুঝিনি আমি
বুঝিনি আমি…
Random Song Lyrics :
- п.и.п. (wake up and sing) - ioneshap lyrics
- loud - dk dance (fr) lyrics
- to the moon - kolby cooper lyrics
- make it bleed - billy stiletto lyrics
- nightmare - daniel keplin lyrics
- time and tarnish - save ends lyrics
- it's just me - e.r. fightmaster and mike aviles lyrics
- at the movies (alone) - perry maysun lyrics
- wherever you go - inna & reynmen lyrics
- franceska - jano (янo) lyrics