
bapuram sapure - mila islam lyrics
[intro: skibkhan]
yo, it’s a fufu beat
and this time
skibkhan on the mic
[verse 1: mila]
বলছি তোমায় শুনে যাও
একটু পলক ফেলে যাও
সকাল, দুপুর, সন্ধ্যেটা
সঙ্গী*সাথী করে নাও
বলছি তোমায় শুনে যাও
একটু পলক ফেলে যাও
সকাল, দুপুর, সন্ধ্যেটা
সঙ্গী সাথী করে নাও
[pre*chorus: mila]
ফিরে যাও তুমি একটু পলক
ফেলে যাও, ও বাবুরাম
ফিরে যাও তুমি একটু পলক
ফেলে যাও, ও বাবুরাম
[chorus: mila]
বাপুরাম সাপুড়ে, কোথায় যাস বাপুরে?
আয় বাবা, দেখে যা, একটু পলক ফেলে যা
বাপুরাম সাপুড়ে, কোথায় যাস বাপুরে?
আয় বাবা, দেখে যা, একটু পলক ফেলে যা
[verse 2: skibkhan]
the way she works it down
my দুষ্টু নাগিনী
she got moves tonight
তা আমি কখনো ভাবিনি
বুঝে উঠতে পারিনি
her charming sk!lls, her dancing looks got me k!lled
skibkhan on the block
ask about me, deshi mc man, just ask about me
y’all know about me, y’all folks are good
she goes to ride, got me in the mood
[verse 3: mila]
ধুলোয় মোড়া মনে আমার
সুখের পাশে বসবাস
অজানা কোন সুখের নেশায়
ছড়ায় শুধু দীর্ঘশ্বাস
ধুলোয় মোড়া মনে আমার
সুখের পাশে বসবাস
অজানা কোন সুখের নেশায়
ছড়ায় শুধু দীর্ঘশ্বাস
[pre*chorus: mila]
ফিরে যাও তুমি একটু পলক
ফেলে যাও, ও বাবুরাম
ফিরে যাও তুমি একটু পলক
ফেলে যাও, ও বাবুরাম
[chorus: mila]
বাপুরাম সাপুড়ে, কোথায় যাস বাপুরে?
আয় বাবা, দেখে যা, একটু পলক ফেলে যা
বাপুরাম সাপুড়ে, কোথায় যাস বাপুরে?
আয় বাবা, দেখে যা, একটু পলক ফেলে যা
[verse 4: mila]
চোখে*মুখে উদাসী ভাব এখনো কোন হেয়ালে
চাইছি তোমায়, আর কাছে আকাশে চাঁদের পানে
ঐ মনে ছায়া পেলে হতে পার চেনা জন
বেহিসাবি মাতাল আমি, শুভ্র ছায়ায় অচেতন
[pre*chorus: mila]
ফিরে যাও তুমি একটু পলক
ফেলে যাও, ও বাবুরাম
ফিরে যাও তুমি একটু পলক
ফেলে যাও, ও বাবুরাম
[chorus: mila]
বাপুরাম সাপুড়ে, কোথায় যাস বাপুরে?
আয় বাবা, দেখে যা, একটু পলক ফেলে যা
বাপুরাম সাপুড়ে, কোথায় যাস বাপুরে?
আয় বাবা, দেখে যা, একটু পলক ফেলে যা
[verse 5: skibkhan]
skibkhan বাবুরাম, call me, “a সাপুড়ে”
মিষ্টি সুরে বলে, “কই যাস বাপুরে?”
ঝিলিক আওয়াজ বাজে তার পায়ে নুপুরে
কোমর দুলিয়ে হেঁটে যায় বেলা দুপুরে
call me crazy got love on my eyes
face in the lips, hips in the thighs
mystery is she mystifies, head to toe she is so divine
i’m the best in the desh so be fresh as i go
baby give me love as i go with the flow
when you got that thangs too hot to handle
keep you longer with me than a one night scandal
[chorus: mila]
বাপুরাম সাপুড়ে, কোথায় যাস বাপুরে?
আয় বাবা, দেখে যা, একটু পলক ফেলে যা
বাপুরাম সাপুড়ে, কোথায় যাস বাপুরে?
আয় বাবা, দেখে যা, একটু পলক ফেলে যা
বাপুরাম সাপুড়ে, কোথায় যাস বাপুরে?
আয় বাবা, দেখে যা, একটু পলক ফেলে যা
বাপুরাম সাপুড়ে, কোথায় যাস বাপুরে?
আয় বাবা, দেখে যা, একটু পলক ফেলে যা
[outro: mila]
বাপুরাম সাপুড়ে, কোথায় যাস বাপুরে?
আয় বাবা, দেখে যা, একটু পলক ফেলে যা
বাপুরাম সাপুড়ে, কোথায় যাস বাপুরে?
আয় বাবা, দেখে যা, একটু পলক ফেলে যা
Random Song Lyrics :
- nietak - b.a.d. [pl] lyrics
- psych ward blues - ricky hil lyrics
- paranoia - the silent treatment lyrics
- do you love me at all - jett rebel lyrics
- some day - luther ross lyrics
- sorry - nobxdy lyrics
- friend zone - danielle bradbery lyrics
- ποιος (pios) - helena paparizou lyrics
- 16tel vs. tamo-flage - lance butters lyrics
- darkside - elijah smith/prospect lyrics