
janiye dao - miles lyrics
Loading...
নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়,
তুমিহীনা এই হৃদয় আমার
একাকী অসহায়,
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষন
কেন তুমি মিছে মায়ায়
বেধেছিলে আমায় তখন।
ফিরিয়ে দাও আমার এ প্রেম
তুমি ফিরিয়ে দাও।
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেওনা।
আমার হৃদয় জুড়ে, শুধু তুমি ছিলে
যত সুখ ছিল মনে
কেন মুছে দিলে।
অকারণ অভিমানে, তুমি চলে যেওনা
মায়াবী এ বাঁধন ছিড়ে,
দূরে সরে যেওনা।
Random Song Lyrics :
- 2011 cypher - ben zito lyrics
- i want to be in love - alex sloane lyrics
- ayuz - john roa lyrics
- otra ronda más (part. hens) - belén aguilera lyrics
- devoid - carcosa lyrics
- 오늘은 이만 (till then) - cnblue lyrics
- hope - john eun (은희영) lyrics
- no fly zone - stefa lyrics
- perfecta de verdad - kar accidents lyrics
- light - yixfer lyrics