
neela - miles lyrics
তোমার চোখে
চেয়ে দেখি আমি জীবনটাকে
ভালোবাসার স্মৃতিগুলো
তোমাকেই শুধু চায়
কিছু কথা
কিছু আশা নিয়ে জীবনটাতে
অনাবিল সব সুখের ছোঁয়ায়
তোমাকে কাছে চায়
ওই সুদূর নিলীমায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারই আশায়
নিলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়?
যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
নিলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা?
যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়
ফুলের মতো
সৌরভে ভরিয়ে দিয়ে
তোমায় আমি ভালোবেসে
আরও কাছে পেতে চাই
দুরন্ত প্রেম ঝর্না ধারারই মত
ছুটে চলে অবিরত
তোমার ঠিকানায়
ওই সুদূর নিলীমায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারই আশায়
নিলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়?
যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
নিলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা?
যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়
ওই সুদূর নিলীমায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারই আশায়
নিলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়?
যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
নিলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা?
যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়
নিলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়?
যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
নিলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা?
যেখানে তোমার আমার প্রেম…
Random Song Lyrics :
- the dragon - liam starica lyrics
- coi leray - w4xp3n lyrics
- wild animals - cl¥xn lyrics
- feel the weight - delta (us) lyrics
- droomvrou - jurie els lyrics
- love stealer - ian lloyd lyrics
- paul rosenberg sellout skit 8 - benzino lyrics
- lasso the moon - coping mechanism lyrics
- a masterchef dos kittens - lucão henrisant lyrics
- in my way - inflow vrse lyrics