
ki tomar naam - minar rahman lyrics
সারাক্ষণ, কেন যে ভাবাও,
মায়াবী, মায়াজালে, জড়াও ।
নিজের মতোই হঠাৎ, দেখা দাও ।
ইচ্ছে করেই আবার, হারিয়ে যাও ।
সারাক্ষণ, কেন যে ভাবাও,
মায়াবী, মায়াজালে, জড়াও ।
নিজের মতোই হঠাৎ, দেখা দাও ।
ইচ্ছে করেই আবার, হারিয়ে যাও ।
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম ।
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম ।
কেন আবেগ মাখো অবিরাম,
কখনো উড়াও …, কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও ।
কখনো উড়াও …, কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও ।
অহর্নিশ, ঘুম হারা, চোখের পাতায়,
কথা হয়, রাত ভর, তারায় তারায় ।
তোমার ভেতরে আজ নীরবতা,
আমায় ঘিরে রাখে অস্থিরতা ।
অহর্নিশ, ঘুম হারা, চোখের পাতায়,
কথা হয়, রাত ভর, তারায় তারায় ।
তোমার ভেতরে আজ নীরবতা,
আমায় ঘিরে রাখে অস্থিরতা ।
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম ।
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম ।
কেন আবেগ মাখো অবিরাম …।
কখনো উড়াও., কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও ।
কখনো উড়াও., কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও ।
কখনো হাসাও…।।
Random Song Lyrics :
- nada (remix) - wetz lyrics
- nie jesteś moja - czesław niemen lyrics
- rain rain - papa spz lyrics
- 我們多久沒牽手 (no hand in hand) - elva hsiao lyrics
- tom - raeboomer lyrics
- indomable - vuelo fidji lyrics
- p-shit - dj-callis lyrics
- иссык-куль - ap clan lyrics
- bella - kay ay lyrics
- fame swoll (27) - the michael character lyrics