
ridoy jure - mira lyrics
Loading...
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নিল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
মনে জাগে এক রঙিন আশা
শুধু তোমাকে ভালোবাসবো ভেবে
হৃদয় জুড়ে যতো ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
যখন দেখি তোমায় আমি
অনেক কাছে
হৃদয় গভীরে শুকনো আকাশ
মেঘে ভরে যে
যখন দেখি তোমায় আমি
অনেক কাছে
হৃদয় গভীরে শুকনো আকাশ
মেঘে ভরে যে
অশ্রু বরষা জাগাও তুমি
নিবিড়ে থেকেও জেনে
হৃদয় জুড়ে যতো ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নিল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
যখন দেখি তোমার হাসি
মনের মাঝে
মনের নীলে হারাই আমি
সঙ্গোপনে
যখন দেখি তোমার হাসি
মনের মাঝে
মনের নীলে হারাই আমি
সঙ্গোপনে
জীবন ভরসা দিয়েছো তুমি
আমাকে নীরবে ভালোবেসে
হৃদয় জুড়ে যতো ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নিল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
Random Song Lyrics :
- ride - 904matcha lyrics
- back 2 back - lax louiie lyrics
- sean - i’m fine girl, chillin’ - slayvision lyrics
- thank you - k.pro lyrics
- drifting in tokyo - joony lyrics
- close my eyes - frankiee cartier lyrics
- ferrari (remix) - real money lyrics
- before i die - rareri lyrics
- cut me out - balcony weekend lyrics
- fault line - oktoba lyrics