
bristi hoye jabo - mizan lyrics
Loading...
তোমার জন্য অবুঝ কৈশোর
হাহাকার করে বুকে,
বেপরোয়া এক চেনা তরুণ,
অনুনয়ে পরে ঝুকে …
যৌবন হয়ে ফেরার কাঁধে
বিষন্নতার ভার …
আহা … আহা …
ঘড়ির কাটার সময় জুড়ে
তোমার কাছে হার …
আহা আহা …
তুমি বৃস্টি হয়ে যাও,
আমি ভিজবো তোমার মুসলধারে…
তুমি রাত্রি হয়ে যাও,
আমি মিশবো তোমার একা আঁধারে …
তুমি বৃস্টি হয়ে যাও…
তোমার সাথে আমার কথা তাই,
ধুম্র ধূসর ভাষায়,
হঠাৎ কখন, রুদ্র দিনে,
ভেতর জুড়ে, বর্ষা নামায় …
ভেজা সময়, আলোর সুরে,
নিস্তব্ধতার সংগ্রাম …
ভাষা দিয়ে, তোমায় ছোয়ার,
অবিরাম প্রণাম …
যৌবন হয়ে ফেরার কাঁধে
বিষন্নতার ভার …
আহা … আহা …
ঘড়ির কাটার সময় জুড়ে
তোমার কাছে হার …
আহা আহা …
তুমি বৃস্টি হয়ে যাও,
আমি ভিজবো তোমার মুসলধারে…
তুমি রাত্রি হয়ে যাও,
আমি মিশবো তোমার একা আঁধারে …
তুমি বৃস্টি হয়ে যাও…
][ সমাপ্ত ][
Random Song Lyrics :
- meet me somewhere quiet - holyname lyrics
- revolution - bottle next lyrics
- bodytalk - drew sycamore lyrics
- imale ve'abale - אמאל׳ה ואבאל׳ה - sarit hadad - שרית חדד lyrics
- hannas sång - daniel adams-ray lyrics
- invisible love - the rampage from exile tribe lyrics
- options - iann dior lyrics
- zauvijek - pocket palma lyrics
- dark cloud - ¡it’s alessandro! lyrics
- de abajo hacia arriba - renzonw lyrics