
jete pari - modernotaku lyrics
Loading...
[verse]
তোমায় রেখে দিয়েছি তো মনের ভিতরে আবার
আমার এ দেহ আর কারো নয়
তোকেই তো সব দিয়ে দিয়েছি আমার
তবু তুই সুখে রইলি না আর
তাই আমি কেঁদে রই
প্রভুর কাছে সারা রাত
[chorus]
তোমায় রেখে আমি
কই যেতে পারি?
তোমায় রেখে যেতে পারি?
[bridge]
(প্রভুর সাথে যদি কথা বলা যায় তাহলে
মনের মানুষের সাথে এত অভিমান?)
[pre*chorus]
মান আর করিস না
মন আমার আর
নিতে পারে না তোর অভিমান
তাই আমি কেঁদে রই
প্রভুর কাছে সারা রাত
[chorus]
তোমায় রেখে আমি
কই যেতে পারি?
তোমায় রেখে যেতে পারি?
Random Song Lyrics :
- offline - niemiec lyrics
- broken speech - willy j "the prisoner of hope" lyrics
- meditation - dubkonscious lyrics
- walk - blckbrd. lyrics
- waiting on michelle - horseshoe g.a.n.g lyrics
- rugare - t1 wema1 lyrics
- sol do samba - supervão lyrics
- lüg nicht mal - chamäleon quiz lyrics
- cenotaph - george gonzález lyrics
- run it - cardo antonnio lyrics