
tumi chhere chhile bhule chhile bole - mohan singh lyrics
Loading...
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে ব’লে হেরো গো কী দশা হয়েছে-
মলিন বদন, মলিন হৃদয়, শোকে প্রাণ ডুবে রয়েছে ।।
বিরহীর বেশে এসেছি হেথায় জানাতে বিরহবেদনা;
দরশন নেব তবে চ’লে যাব, অনেক দিনের বাসনা ।।
‘নাথ নাথ’ ব’লে ডাকিব তোমার, চাহিব হৃদয়ে রাখিতে-
কাতর প্রাণের রোদন শুনিলে আর কি পারিবে থাকিতে?
ও অমৃতরূপ দেখিব যখন মুছিব নয়নবারি হে-
আর উঠিব না, পড়িয়া রহিব চরণতলে তোমারি হে ।।
Random Song Lyrics :
- we had everything - super duper lyrics
- murdxrxd crxxp - tessaiga lyrics
- how could this be christmas? - mandy moore lyrics
- pangalawang bitaw - the juans lyrics
- мертвец (dead) - мольь (molbb) lyrics
- waited for you - private drive lyrics
- the healthiest boy - isosceles kramer lyrics
- la democracia segun neron - tenemos explosivos lyrics
- summer pt. 2 - triumvirate lyrics
- kodak - west [@soundslikewest] lyrics