
toofani - mohon sharif lyrics
[verse 1]
অনুধাবনে অনুশোচনা
দিশেহারা মনে যে চেহারাতে ঢাকে না
কখনো নিষেধাজ্ঞায় গতিবিধি থামবে না
চোরা চাপাবাজি তো বিকে না
সব এলোপাতাড়ি আহাজারির এ কবিতা
সীমা ছাড়া যাতনা ভেঙ্গে আসে সুখী তা
মঞ্চে*পাড়ায় থেমে যাবে সব প্রতিযোগিতা
চোরা চাপাবাজি তো বিকে না
[chorus]
দুমড়ে*মুচড়ে মনে খালি তুফানি
বিনা মেঘে বজ্রপাতে বিপাকি
তা*না*না*না, আহা
বিনা মেঘে বজ্রপাতে বিপাকি
দুমড়ে*মুচড়ে মনে খালি তুফানি
বিনা মেঘে বজ্রপাতে বিপাকি
তা*না*না*না, আহা
বিনা মেঘে বজ্রপাতে বিপাকি
[verse 2]
রুখে দাঁড়িয়ে হিতে*বিপরীতে আমি সবই হারিয়ে
বন্ধ চোখে গোনা ছাড়া সিঁড়ি ছাড়িয়ে
ছন্দবিম্বপতি আমি সবই পেরিয়ে
মনে এত কেন যন্ত্রণা?
সবই যদি তোরই রচনা
বিনা অপরাধে দোষারোপী যায়ে না
গলা ধাক্কা দিলে আত্মঘৃণা তো দাবে না
জ্বালা, জ্বালা, জ্বালা
ধাগা বাঁধা হাতে তাও তো রাতে ঘুম আসে না
বুকে জ্বালা, জ্বালা, জ্বালা
ধাগা বাধা হাঁতে তাও তো রাতে ঘুম আসে না
[chorus]
তা*না*না*না*না
তা*না*না*না*না
তা*না*না*না*না
তা*না*না*না*না
দুমড়ে*মুচড়ে মনে খালি তুফানি
বিনা মেঘে বজ্রপাতে বিপাকি
তা*না*না*না
[verse 2]
সফলতায় কত কুমন্ত্রণা
মেঘের ওপর বাসা বেঁধে কি করে লাঞ্ছনা
অমাবস্যায় চাদরে মাথা রেখে প্রার্থনা
বাঁধা কেটে শত্রুর সাথে হয় না যে তুলনা
[chorus]
তা*না*না*না*না
তা*না*না*না*না
না*না*হা
না*না*না*না
না*না*না, আহা
অন্তে সূচনা, আহা
জ্বালা সহে না, আহা
বুকে তাড়না, হা*হা
[verse 3]
নিয়তী একাকী যে আসে না
সীমা ছাড়া অপেক্ষার সে তারা শেষ হবে না
অতিচালাকি সোজা আঙ্গুলে দিয়ে উঠে না
রশি যত মোটা তত কেঁচিতে কাটে না
[chorus]
তা*না*না*না*না
তা*না*না*না*না
না*না*না*না
তা*না*না*না*না
[instrumental break]
[chorus]
তা*না*না*না*না
তা*না*না*না*না
না*না*না*না
তা*না*না*না*না
[verse 4]
সব এলোপাতাড়ি আহাজারির এ কবিতা
সীমা ছাড়া যাতনা ভেঙ্গে আসে সুখী তা
মঞ্চে*পাড়ায় থেমে যাবে সব প্রতিযোগিতা
প্রতিরকি চোরা চাপাবাজি তো বিকে না
অনুধাবনে অনুশোচনা
দিশেহারা মনে যে চেহারাতে ঢাকে না
এখনো নিষেধাজ্ঞায় গতিবিধি থামবে না
এহলোকি চোরা চাপাবাজি তো বিকে না
[chorus]
তা*না*না*না*না
তা*না*না*না*না
তা*না*না*না*না
দুমড়ে*মুচড়ে মনে খালি তুফানি
বিনা মেঘে বজ্রপাতে বিপাকি
তা*না*না*না*না
বিনা মেঘে বজ্রপাতে বিপাকি
[outro]
নিয়তী একাকী যে আসে না
সীমা ছাড়া অপেক্ষার সে তারা শেষ হবে না
অতিচালাকি সোজা আঙ্গুলে দিয়ে উঠে না
রশি যত মোটা তত কেঁচিতে কাটে না
তা*না*না*না*না
তা*না*না*না*না
না*না*না*না
তা*না*না*না*না
Random Song Lyrics :
- i like it - twinhector lyrics
- heart-shaped diamond - itef lyrics
- sell u - fashionist lyrics
- americano - kuremino lyrics
- ward of the state - coastal town lyrics
- change me - bigxthaplug lyrics
- dead to me - aisha vibes lyrics
- away - coma berenices lyrics
- blud tyes - jakprogresso lyrics
- rkt, vol. 1 - matías fisher lyrics