
protikkhar prohor - moruvumi lyrics
Loading...
তোরে মন দিয়া, মন দিয়া
আগুন জ্বালাই যে মনে
মনের আগুন মনেই জ্বলেরে ।
বাড়ির ধারে সবুজ মাঠে
দুঃখ বিলাই পথে পথে ।।
তোর সুবাস মাখা ঘাসে
অঙ্গ বোলাই যে মনে
মনের আগুন মনেই জ্বলেরে
প্রহর গুনি তোর আশাতে
আসবি তুই আমার বুকে
তুই কি আর আসবি নারে
শূন্য হৃদয়ে মনে
মনের আগুন মনেই জ্বলেরে।
তোরে মন দিয়া, মন দিয়া
আগুন জ্বালাই যে মনে
মনের আগুন মনেই জ্বলেরে ।
Random Song Lyrics :
- outro patamar - hungria hip hop & mc lipi lyrics
- heartbeat - kiryano lyrics
- the real me - capoxxo lyrics
- alien beef rack - killebola lyrics
- ready to go - jennifer o'connor lyrics
- títere - la dama de atrás lyrics
- the surgery - biddy fox lyrics
- nothing's forever - bite down lyrics
- ghost story - carrie underwood lyrics
- время лечит (time heals) - akim & smock sb lyrics