
chai shudhu tomake - moshiur bappy & nishi lyrics
Loading...
চুপিসারে আমার মনে
স্বপ্ন হয়ে আস ভোরে
ফুল হয়ে শুভ্র ছড়াও
আমার ভেতর বাহির জুড়ে
ও… চাই শুধু তোমাকে
সকাল, দুপুর, রাত, ভোরে
চাই শুধু তোমাকে
প্রতি প্রহর, প্রতি ক্ষণে…
ও… চাই শুধু তোমাকে
সকাল, দুপুর, রাত, ভোরে
আছ তুমি প্রেম হয়ে
আমার ভাবনার আকাশ জুড়ে
ও… চাঁদ হয়ে জোছনা ছড়াও
আঁধার ভূবন আলো করে
ও… চাই শুধু তোমাকে
সকাল, দুপুর, রাত, ভোরে
চাই শুধু তোমাকে
প্রতি প্রহর, প্রতি ক্ষণে…
হারিয়ে যাই, আমার আমি
তোমার প্রেমের অন্ধ মনে
ভেসে যাই সুখের স্রোতে
তোমার ঠিকানায় তরি বেয়ে
ও… চাই শুধু তোমাকে
সকাল, দুপুর, রাত, ভোরে
চাই শুধু তোমাকে
প্রতি প্রহর, প্রতি ক্ষণে…
চুপিসারে আমার মনে
স্বপ্ন হয়ে আস ভোরে
ফুল হয়ে শুভ্র ছড়াও
আমার ভেতর বাহির জুড়ে
চাই শুধু তোমাকে
সকাল, দুপুর, রাত, ভোরে
চাই শুধু তোমাকে
প্রতি প্রহর, প্রতি ক্ষণে…
Random Song Lyrics :
- poslednje pismo - toma zdravković lyrics
- days - darklay lyrics
- south fnf yub rap - yub music lyrics
- breaking up with a friend - astro alloy lyrics
- drowning - amouri lyrics
- el 08 (en vivo) - peso pluma lyrics
- game face - miles cooke lyrics
- papa - dopedilla lyrics
- enemy - 1-800-pain lyrics
- humsikk feat. amy amanda & the cottons - by the sea - humsikk lyrics