
sheetromoni - murphy's paradox lyrics
Loading...
দূরগামী শীতরমণী
রাতটা জাগি এসো
ভালোবাসা নেই
রয়েছে তারা*খসা স্টেশন
তুষারিত শিশুসেনা
অতীতে ছড়ানো
জিততে তাকে
ক্ষতি থেকে ক্ষতিতে গড়ানো
তোমারই মতো সে চলে
জোনাকি জড়াতো
সোনালি শহরে তারও
শ্বাসেরা হারাতো
তবু কেনো তুমি চুপ
এমন এ দোরগোড়ায় দাঁড়িয়ে
আমি জানি তুমি চলে যাবে
কিছু না জানিয়ে
তবু কেনো তুমি চুপ
এমন এ দোরগোড়ায় দাঁড়িয়ে
আমি জানি তুমি চলে যাবে
কিছু না জানিয়ে
আমি জানি তুমি চলে যাবে
কিছু না জানিয়ে
Random Song Lyrics :
- en skygge af mig selv - anthon edwards lyrics
- reckless - splite lyrics
- tototo - juli (esp), mckenzyrb & schmölzerbeatz lyrics
- sinon - bleood lyrics
- on go (afrobeat version) - justpierre lyrics
- on the run - dede (antwan) lyrics
- ikea / mile a minute! - amidazé lyrics
- behind the wall - degiheugi lyrics
- canción para un viejo amigo [en directo - un lugar soñado] - ismael serrano lyrics
- movin' - boogie t.rio lyrics