alingon - musfiq litu & rony biswas feat. nirjhor lyrics
Loading...
এই হাতটা ধর আর রাখো নয়নে নয়ন,
হয়ে আপন আমার আজ, কর সুখের আলিংগন,
তোমারি দুয়ারে ঘুরে ঘুরে অঝরে,
বলি একটি কথা সুরে সুরে তোমারে,
প্রিয় তোমার পাশাপাশি থাকার ইচ্ছে দিবস নিশি, বলি তাই বারে বারে ভালবাসি।
পাহাড়ি ওই ঝর্ণা ভিজবো আজ দু’জনায়,
হৃদয়ে নাও জড়িয়ে ভালবেসে আমায়,
নদীর ওই মোহনায়, চাঁদ জাগা জোছনায়,
হাত দু’টো বাড়িয়ে, আছি নিও আমায়
প্রিয় তোমার পাশাপাশি…
এ হৃদয়ে বেঁধে বাসা, সেখানে যে ভালবাসা
দেব যে তোমাকে করি প্রত্যাশা
তুমি আমার সাধনা, বেঁচে থাকার প্রেরণা,
ভূল বুঝে কখনো দূরে সরে যেও না।
প্রিয় তোমার পাশাপাশি…
Random Song Lyrics :
- causing trouble - dante and virgil lyrics
- 7th floor - yoko ono & plastic ono band lyrics
- this is for you but you'll never know - cmten lyrics
- i got everything i need - kitcat lyrics
- many on my mind - killa killa lyrics
- home (our sunless interior) - pulsar colony lyrics
- radiant melody - 白浜坂高校合唱部 (shirahamazaka high school chorus club) lyrics
- how i do it - call me ace lyrics
- skrrt - f.hero & bambam lyrics
- pixel (boom bap remix) - rockin' squat lyrics