
jhumka - muza & xefer lyrics
[verse 1: xefer]
যতই তুমি বাহানা করো না কেন
চুপিচুপি চোখের ইশারাতে খেলো
দেখো কী নীরবে?
এভাবে কি জমে?
[pre*chorus: xefer, muza & xefer]
দোতারার তারে তারে
বাজতে থাকে মনটা, রে
সুরটা চেনা লাগে
হায়রে, আমি আছি এখানে
না জানি কী নসিবে
রাত শেষে কী হবে?
ঝুমুর
ঝুমুর
[chorus: xefer]
ঝুমকা ঝুলে কানে, হায়
তোমার ঐ ইশারায়
ঘোমটা হাওয়ায় উড়ে যায়, যায়
ঝুমকা ঝুলে কানে, হায়
তোমার ঐ ইশারায়
ঘোমটা হাওয়ায় উড়ে যায়, যায়
ঝুমকা ঝুলে কানে, হায়
তোমার ঐ ইশারায়
ঘোমটা হাওয়ায় উড়ে যায়, যায়
ঝুমকা ঝুলে কানে হায়
তোমার ঐ ইশারায়
ঘোমটা হাওয়ায় উড়ে যায়, যায়
[verse 2: muza]
আসো মনু, আইসা পড়ো
আমার মনের ঠিকানায়
দেইখা বড়ো ভালোই লাগে
তবুও মুখটা খুলে না
ক্যামনে কইরা বুঝলা তুমি গাড়ি আমার চলে না?
একটু শুধু চাইয়া দেখো
দিয়া দিমু জীবনটা
oh, oh, oh, oh
i can’t get you off my mind
oh, oh, oh, oh
i’m not the guy who wait in line
no, no, no, no
baby, i don’t waste no time
tell me how you feel inside?
i’m just tryna make you mine
[pre*chorus: xefer, muza & xefer]
দোতারার তারে তারে
বাজতে থাকে মনটা, রে
সুরটা চেনা লাগে
হায়রে, আমি আছি এখানে
না জানি কী নসিবে
রাত শেষে কী হবে?
ঝুমুর
ঝুমুর
[chorus: xefer, muza & xefer]
ঝুমকা ঝুলে কানে, হায়
তোমার ঐ ইশারায়
ঘোমটা হাওয়ায় উড়ে যায়, যায়
ঝুমকা ঝুলে কানে, হায়
তোমার ঐ ইশারায়
ঘোমটা হাওয়ায় উড়ে যায়, যায়
ঝুমকা ঝুলে কানে, হায়
তোমার ঐ ইশারায়
ঘোমটা হাওয়ায় উড়ে যায়, যায়
ঝুমকা ঝুলে কানে, হায়
তোমার ঐ ইশারায়
ঘোমটা হাওয়ায় উড়ে যায়, যায়
ঝুমুর
ঝুমুর
Random Song Lyrics :
- tres canciones - diomedes diaz lyrics
- tu m'reconnais - dj skorp lyrics
- machine gun kelly diss - dr@k01387 lyrics
- smiling depression - slchld lyrics
- felony niggas - styles p lyrics
- year - victorious lyrics
- what you don't see - broken keys lyrics
- el ordinario - en vivo desde auditorio nacional/2012 - enjambre lyrics
- wanna be loved - king magnetic lyrics
- iconoclasts - wisemen lyrics